সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরে মদপানে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে মদপানে ২ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে মদপানে ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।


বিজ্ঞাপন


মদপানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল(৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়া পাড়ায় মাদক কারবারি জয়নুল আবেদিনের থেকে রেকটিফাইট স্পিরিট কিনে ওই দুইজন পান করে। ওই স্পিরিট পান করে অসুস্থ হয়ে একজন বাড়িতেই মারা যায়, অপরজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

আরও পড়ুন

বগুড়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এদিকে এ ঘটনায় অভিযান চালিয়ে মাদককারবারি জয়নুল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মদপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান পরিচালনা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর