সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পিরোজপুর ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

পিরোজপুর ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা জব্দ

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট, বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা জব্দ করেছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উদ্ধার করা মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমানের তদারকীতে জেলার আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

পিরোজপুরের বিভিন্ন থানার হারানো মোবাইল, বিকাশ প্রতারণা জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ২২টি হারানো বিভিন্ন ব্রান্ডের অ্যানড্রয়েড মোবাইল ফোন সেট ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা তাদের মোবাইল, প্রতারণার টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,  পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগনের পাশে অবস্থান করছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর