কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুতায়িত হয়ে বাবুল মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ৩টায় গোপদিঘী ইউনিয়নের পশ্চিম শরীফপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর বাবুল মিয়া নিজ ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বাবুল পশ্চিম শরীফপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইসলাম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার।
প্রতিনিধি/এইচই