মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
বিজ্ঞাপন
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে বিএনপির এই নেতার আর কোনো বাধা রইল না। উল্লেখ্য, এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মুন্সিগঞ্জ-৩ আসনে নির্বাচনের লড়াইয়ে থাকতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন (অথবা সংশ্লিষ্ট নাম) মো. মহিউদ্দিনসহ চারজনের মনোনয়ন সাময়িকভাবে বাতিল করেন। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের তালিকায় তথ্যের অসঙ্গতি এবং একটি ঋণের জামিনদার হওয়া নিয়ে জটিলতা থাকায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করেন মো. মহিউদ্দিন।
মনোনয়ন বৈধ হওয়ার খবরে জেলা বিএনপির একাংশ ও মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, দীর্ঘ ৩৬ বছরের বেশি সময় ধরে মহিউদ্দিনের পরিবার জেলায় বিএনপির হাল ধরে রেখেছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে তাঁরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছেন। বড় ভাই আব্দুল হাই অসুস্থ হওয়ার পর ছোট ভাই মহিউদ্দিন দক্ষতার সাথে দলের কার্যক্রম পরিচালনা করছেন।
এ বিষয়ে মো. মহিউদ্দিন বলেন, ‘সাধারণ মানুষের আস্থা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। দল একজনকে মনোনয়ন দিয়েছে, তবে আমি আশাবাদী শেষ পর্যন্ত দল আমার জনপ্রিয়তা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করবে। যদি দলীয় সিদ্ধান্ত পরিবর্তন না-ও হয়, তবে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

