সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নওগাঁ-৬: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি,  নওগাঁ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

নওগাঁ-৬: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ওই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এই নোটিশ প্রদান করেন।


বিজ্ঞাপন


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ জমা পড়েছে যে, বেশ কিছু স্থানে পোস্টার এবং সিএনজিচালিত অটোরিকশার পেছনে স্টিকার লাগিয়ে তিনি নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তাঁর এই কর্মকাণ্ড ‘জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নোটিশে আরও বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা বিষয়টি অপরাধ হিসেবে আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে বিচারক সাথী ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে জবাব দিতে হবে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ‘নোটিশের বিষয়টি শুনেছি। আমরা বর্তমানে নির্বাচনি কোনো পোস্টার লাগাইনি। সিএনজির পেছনে যেসব পোস্টার দেখা যাচ্ছে, সেগুলো অনেক আগের। ওই পোস্টারগুলোতে কোথাও ‘১২ তারিখে ধানের শীষে ভোট দিন’ এমন কথা লেখা নেই। আমি ১৫ তারিখে আদালতে হাজির হয়ে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করব।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর