নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন খবর পান যে, মানিকদী দড়িপাড়া এলাকার ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ভেকু ও ট্রলি রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিকটবর্তী ‘এএমএল’ নামক একটি ইটভাটায় তল্লাশি চালিয়ে সেখানে কৃষি জমির মাটির স্তূপ পাওয়া যায়। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কৃষি জমির মাটি ব্যবহার করবেন না মর্মে ওই মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম জানান, কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি

