সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে ফের হরিণ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট 
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে ফের হরিণ উদ্ধার

তিন দিনের ব্যবধানে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে আরও একটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির কালীর খাল সংলগ্ন বনাঞ্চলে নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা শিকারিদের পেতে রাখা ‘মালা ফাঁদে’ একটি চিত্রল হরিণকে আটকে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে হরিণটিকে উদ্ধার করা হয়। এরপর আশপাশের বনাঞ্চলে তল্লাশি চালিয়ে শিকারিদের আরও তিনটি মালা ফাঁদ উদ্ধার করা হয় এবং বন অপরাধীদের তৈরি একটি অস্থায়ী ‘টং ঘর’ গুঁড়িয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নজরুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল হেঁটে টহল দেওয়ার সময় হরিণটিকে জীবিত উদ্ধার করে। হরিণটি সুস্থ থাকায় সেটিকে তৎক্ষণাৎ বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি সুন্দরবনের মৃগামারী বনাঞ্চল থেকে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া আরও একটি চিত্রল হরিণ উদ্ধার করেছিল বন বিভাগ। তিনি আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় টহল জোরদার করা হয়েছে এবং শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর