সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে এ অপহরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অপহৃত জেলেরা হচ্ছেন, আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। অপহৃতদের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়।

সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আ. সবুর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় নদীতে মাছ ধরা অবস্থায় তার জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মুক্তিপণের দাবিতে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে দুই জন জেলেকে নিয়ে যায়। জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন

মহেশখালীতে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার

নাম প্রকাশ না করার শর্তে শেলারচরের এক মৎস্য ব্যবসায়ী জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে এখন জেলে-মৎস্যজীবীরা দিশেহারা হয়ে পড়েছে। বনদস্যুদের নির্ধারিত চাঁদার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। আর চাঁদার টাকা আগে না দিলে জেলেদের অপহরণ করছে বনদস্যুরা। এমনকি গত মাসে তার ৪ জন জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের মুক্ত করে আনা হয়। তিনি সুন্দরবনে বনদস্যু দমনে র‌্যাব, কোস্টগার্ড ও নৌপুলিশের অভিযান জোরদারের দাবি জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর