দিনাজপুরে অভিযান চালিয়ে হেরোইন ও নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাত সোয়া ১১টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুর কোতয়ালী থানার উপশহর ২ নং ব্লকের মৃত আব্দুস সাত্তারের ছেলে নুর ইসলাম রকি (৩৫), উপশহর ১ নং ব্লকের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন বেল্লাল (৩০) ও সিপাহী পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে রুহুল আমীন রুবেল (৩২)।
এসময় তাদের কাছ থেকে ৬৪ গ্রাম হেরোইন ও ১১৭ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টায় র্যাব ১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রকি, বেল্লাল ও রুবেলকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬৪ গ্রাম হেরোইন ও ১১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব সূত্রে প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ট্যাপেন্টাডল কিনে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছে। গ্রেফতার আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক কারবার পরিচালনা করে থাকে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস

