সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যমুনা সার কারখানা ৬ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরল 

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

যমুনা সার কারখানা ৬ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরল 

জামালপুরের সরিষাবাড়ীতে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ৬ দিন পর পুনরায় উৎপাদন শুরু করেছে যমুনা সার কারখানা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ জানুয়ারি রাত ১২টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুততম সময়ে ত্রুটি মেরামত করে রোববার সন্ধ্যা থেকে ফের উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, পর্যাপ্ত গ্যাস সংযোগ না থাকায় দীর্ঘ ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সংযোগ পাওয়ার পর গত বছরের ২৩ ডিসেম্বর পুনরায় উৎপাদন শুরু হয়। তবে চালুর কিছুদিন পরই ৫ জানুয়ারি রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন আবারো থমকে যায়।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। তবে দীর্ঘ অচলাবস্থা ও বিভিন্ন সীমাবদ্ধতায় বর্তমানে এর বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা সংশোধিত আকারে নির্ধারিত রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর