ভোলার তজুমদ্দিন উপজেলায় ছোট ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে খুন হয়েছেন বড় ভাই। রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল নামের ওই যুবকের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের মো. ইউনুস মিস্ত্রির ছেলে। এ ঘটনায় জড়িত তামিম হোসেন একই গ্রামের নুরনবী মিয়ার ছেলে।
তজুমদ্দিন থানা পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছেন, নিহত শাকিলের ছোট ভাই রাকিবের কাছে ৬০০ টাকা পেতেন অভিযুক্ত তামিম হোসেন। গতকাল বিকেলে তামিম রাকিবকে সেই ৬০০ টাকা দিতে অনুরোধ করে। কিন্তু, রাকিব টাকা না দিয়ে তামিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তাদের তর্কবিতর্কের খবর পেয়ে রাকিবের বড় ভাই শাকিল সেখানে যান। গিয়ে তাদের দু’জনের দ্বন্দ্ব মিটিয়ে দেন। কিন্তু, তামিম কিছুতেই সেই দ্বন্দ্ব মেটাতে রাজি হয়নি। একপর্যায়ে তামিমের সঙ্গে শাকিলও তর্কে জড়িয়ে পড়ে। এরপর তাদের দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তামিম বল খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলকে সজোরে আঘাত করলে শাকিলের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। সঙ্গে সঙ্গে শাকিল মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে তামিম পালিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শাকিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শাকিলের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। সদর হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় রোববার সকালে খুন হওয়া শাকিলের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার বেশ কয়েকটি টিম আসামি ধরতে ফিল্ডে নেমেছে। খুব দ্রুতই এ ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতার করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এফএ

