নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করার কারণে চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াত ও বিএনপির ৪ শিক্ষককে জরিমানা করেছে উপজেলা রিটার্নিং কর্মকর্তা। এই ঘটনার প্রেক্ষিতে এবং আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষকদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজে বাধা প্রদান করা হচ্ছে এমন অভিযোগ করে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন জেলা জামায়াতের নায়েবে আমির।
রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকারের কাছে আবেদন হস্তান্তর করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিজ্ঞাপন
চাঁদপুর শহর জামায়াতের আমির ও জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, জামায়াত নেতা অ্যাডভোকেট কাদের খানসহ আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।
ইসির আবেদনপত্রে উল্লেখ করেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২০ (খ) বিধিতে উল্লেখ রয়েছে যে, তাহাদের নিজের বা অন্যের পক্ষে নির্বাচনি প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এতদুদ্দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবে না। উক্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর কোথাও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি।
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেন, শাহরাস্তিতে যেসব শিক্ষকদের জরিমানা করা হয়েছে, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখেছি। এই আইনের বিষয়ে পর্যালোচনা করে দেখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২০ (খ) বিধির ভুল ব্যাখ্যা দিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনের প্রচার কাজে অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ইসির নিকট আবেদন করেছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

