মাদারীপুরের শিবচরে বিতর্কিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সুজন সাহাকে পদায়ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর এই কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন ডা. ফাতিমা মাহজাবীন। কিন্তু গত ৪ জানুয়ারি হঠাৎ করে তাকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বদলি করা হয়। এখানে পদায়ন করা হয় বিতর্কিত ডা. সুজন সাহাকে। এরই প্রতিবাদে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মচারীরা।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ডা. সুজন সাহা শিবচর উপজেলায় যোগদান করলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে পারে। তাই জনস্বার্থে সুজন সাহার এই উপজেলায় পদায়ন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে অনুরোধ জানান বক্তারা। পাশাপাশি, ডা. ফাতিমা মাহজাবীনকে উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বহাল রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারক লিপি দেন তারা।
প্রতিনিধি/এসএস

