জামালপুরে দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হাসানকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জামালপুর- টাঙ্গাইল সড়কের নারিকেলী বাজার এলাকায় প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে৷ পরে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দেয় তারা৷
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, গত বুধবার সন্ধ্যায় নারিকেলী এলাকায় স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি মাখার আয়োজনে কথা কাটাকাটি জেরে জিহাদের পিঠে ছুরিকাঘাত করে মুন্না ও সহযোগীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়৷ ঘটনার পর দিন থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
ঘটনার চারদিন অতিবাহিত হলেও আসামিরা গ্রেফতার না হয় বিক্ষোভ করে তারা। পরে প্রধান আসামি গ্রেফতারের পাশাপাশি বাকি আসামিদের গ্রেফতারের আশ্বাসের সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা।
![]()
বিজ্ঞাপন
জামালপুর থানার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান- ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছেন।
সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করায় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রতিনিধি/এসএস

