রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘বিএনপির মূলনীতি জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে’

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

‘বিএনপির মূলনীতি জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তারেক রহমানের বার্তা এটাই যে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। বিএনপির মূলনীতি জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নড়াইলের নড়াগাতী থানার সি.এম.বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশি- বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ভোট অনুষ্ঠিত হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন নির্লোভ মানুষ। তিনি আজীবন দেশের গণতন্ত্র উত্তোরণ, মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে দিতে সংগ্রাম করে গেছেন। বিএনপি ক্ষমতায় এলে মানুষের জন্য কাজ করে, এলাকার উন্নয়ন হয়, দেশের অর্থ বিদেশে পাচার হয় না। তাই আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে মরহুমের পুত্র মুফতী আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম (মনা), গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুকেশ সাহা, গ্রীন ফোর্স বাংলাদেশের সদস্য মিকাইল রহমান, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির প্রমূখ। স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

উল্লেখ্য, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার শিকদার ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর