চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩২) নামে এক ছাত্রশিবির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন জানান, শাহনগর দিঘিরপাড়ে শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বহিরাগত কয়েকজন সশস্ত্র ব্যক্তি এসে জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর থানা শাখার আমির নাজিমউদ্দিন বলেন, নিহত জামাল ছাত্রশিবিরের কর্মী।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ক.ম/

