রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার জন্য গাজীপুর প্রেসক্লাবে দোয়া

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৭ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার জন্য গাজীপুর প্রেসক্লাবে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে গাজীপুর প্রেসক্লাব। শনিবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দেশের মানুষের জন্য তার ত্যাগ তুলে ধরে বক্তব্য দেন। এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


বিজ্ঞাপন


গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম কাঞ্চন, মাহবুব আলম, খোরশেদ আলম, মানিক সরকার মাধব,গোলাম রসুল ডিনার, জিয়া পরিষদ নেতা অধ্যাপক মনিরুজ্জামান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম,অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ,আবিদ হোসেন বুলবুল, নাশিদ আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, মনির সরকার, দিল আফরোজা, রওশান আরা নূপুর, মহানগর জিয়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
 
প্রতিনিধি/ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর