সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক ও সাবেক চেয়ারম্যান এস. এ. এম. জমির উদ্দিন গাজী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।
বিজ্ঞাপন

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, এস. এ. এম. জমির উদ্দিন গাজী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।
এ সময় আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউর হুদা তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

