রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুমারখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

কুমারখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের এক বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


তিনি বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

আহত মামুনের বোন সুমি খাতুন ফোনে জানায়, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। তখন ৬ থেকে ৭ জন ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন

আশুলিয়ার পুলিশি অভিযানে হামলা, এসআইসহ ২ সদস্য আহত

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) হোসেন ইমাম ফোনে জানান, মামুনের বুকে বড় আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে বর্তমানে আশঙ্কামুক্ত।


বিজ্ঞাপন


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর