রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত কুমিল্লা থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত কুমিল্লা থেকে গ্রেফতার
অভিযুক্ত হাছেন আলী (৫০)।

রংপুরের হারাগাছে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে হাছেন আলী (৫০) নামে প্রধান অভিযুক্তকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন পূর্বে মারা যায়। সেই কারণে ভুক্তভোগী তার প্রতিবেশীর বাসায় ৮ বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। এরই মধ্যে তার একাকিত্বের সুযোগ নিয়ে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে গত বছরের ২৪ এপ্রিল নিজ বাড়ির শয়ন কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে হাছেন আলী। পরে এই ঘটনায় ভুক্তভোগী হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে প্রধান অভিযুক্ত আত্মগোপনে যান।

আরও পড়ুন

ফকিরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মামলার পর র‌্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে এবং সেই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত হাছেন আলী (৫০)কে গ্রেফতার করে। গ্রেফতার হাছেন আলী হারাগাছ এলাকার সোলেমান ভাকরার ছেলে।


বিজ্ঞাপন


র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর