রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে: চেম্বার সভাপতি মিঠু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে: চেম্বার সভাপতি মিঠু

সাতক্ষীরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেছেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে। এ ধরনের গঠনমূলক ক্রীড়া আয়োজন নিয়মিত হলে জেলার খেলাধুলা আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়েও সাতক্ষীরার খেলোয়াড়রা নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবে।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

thumbnail_IMG_1976

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রসুলপুর ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০৬ রান করে সহজ জয় নিশ্চিত করে।

আরও পড়ুন

দাগনভূঞা ফাউন্ডেশনের প্রীতি সমাবেশে এলাকাবাসীর মিলনমেলা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু।

আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর