টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের মোহাম্মদ আলী বলেন, তার এক শতাংশ ভোটারের মধ্যে ৯ জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায়। একটি ভোটার সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে তিনি যথাসময়ে আপিল করলে নির্বাচন কমিশন (ইসি) তার আপিল শুনানি করেছেন। শুনানিতে তার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।
মোহাম্মদ আলীর আইনজীবী ব্যারিস্টার আশরাফ বলেন, একজন ভোটারের নম্বর ভুল থাকায় যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অথচ বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাই করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে ওই ভোটারকে উপস্থিত করে তার কাছে জিজ্ঞাসা করা হয়নি। তার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হয়েছিল। মহামান্য নির্বাচন কমিশনে আপিল করার পর শুনানির একেবারে শুরুতেই কমিশন আমাদের আপিল মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এখন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হলেন।
উল্লেখ্য, প্রাথমিক যাচাই-বাছাইয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে একজনের তথ্য নিয়ে অসংগতি দেখা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তিনি টাঙ্গাইল—১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে বিএনপির মনোনয়ন পান ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
প্রতিনিধি/এসএস

