সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর উদ্যোগে জেলার সীমান্তবর্তী এলাকায় ৪০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বড় বলদিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস এবং বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। সংশ্লিষ্টরা মনে করেন, তীব্র শীত মোকাবিলায় বিজিবির এই সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এদিকে বিজিবির এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। তারা বিজিবির এই মানবিক ও ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি/একেবি

