রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়েকটি সীমান্তে পৃথকভাবে ৪টি অভিযান চালিয়ে ১৬টি ভারতীয়  গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


শনিবার (১০ জানুয়ারি) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পৃথকভাবে এ অভিযান চালায়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_1000275720

তিনি বলেন, বিজিবির বিশেষ টহল দল পৃথকভাবে মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ৪টি, মাসুদপুর বিওপির অধীনে চৌধুরী সরণি গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপির অধীন সূর্যনারায়ণ ইউনিয়নের তেররশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

গাইবান্ধায় খাটের নিচে মিলল ৪ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, জব্দ করা ভারতীয় গরুর আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতা রোধে বিজিবি সজাগ রয়েছে।

thumbnail_1000275722

এছাড়াও, সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর