হাড়কাঁপানো শীতে সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্ত এলাকায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাহিনীটি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহাম্মদ লতিফুল বারী, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চিকিৎসা সেবা প্রদান করেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদ হোসেন ও একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
তীব্র শীতে প্রয়োজনীয় বস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় শীতার্ত মানুষেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, ‘সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মনে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে আনা বিজিবির অন্যতম লক্ষ্য। তাদের জীবনমান উন্নয়নে কাজ করলে বিজিবির সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
প্রতিনিধি/একেবি

