মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘সারাদেশে ধরপাকড় শুরু হয়েছে, যার প্রভাব মাদারীপুরেও পড়েছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সবাই খারাপ এমনটি বলা যাবে না; তাদের মধ্যেও ভালো লোক আছে। গ্রাম্য দ্বন্দ্বের কারণে যদি ভালো মানুষদের আসামি করে গ্রেফতার করা হয়, তবে দেশের মানুষ শান্তি পাবে না এবং জনমনে কষ্ট বাড়বে। এতে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না এবং ভয়ে অনেকেই ভোটকেন্দ্রে যাবে না।’
শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে তিনি সেখানে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষের বহুদিনের প্রত্যাশা। সবাই চায় যার যার ভোট পছন্দের প্রার্থীকে দিতে। কিন্তু বর্তমানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আমি প্রত্যাশা করি, সব শ্রেণি-পেশার মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তবে ধরপাকড় আর ভয়ভীতি দেখানো হলে মানুষ ভোটবিমুখ হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সুনাম ক্ষুণ্ণ করবে। কোনো বিশেষ গোষ্ঠীর পরামর্শে আইন প্রয়োগ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। দেশের মানুষ আশা করছে, তারেক রহমান খালেদা জিয়ার অভাব পূরণ করে আগামী দিনে দেশ পরিচালনা করবেন। সাধারণ মানুষ এখন তার দিকেই তাকিয়ে আছে।’
কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলজার আহম্মেদ মোস্তফা চিশতি: সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী ফোরাম ও জিপি, মাদারীপুর জজ আদালত; মর্তুজা আলম ঢালী: সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি; গাউছ উর রহমান: সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি; অ্যাডভোকেট মাসুদ পারভেজ: সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দল; এম জাহাঙ্গীর আলম: সহ-সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি; ডা. রেজাউল করিম রেজা: স্বত্বাধিকারী, মোহাম্মদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।
প্রতিনিধি/একেবি

