রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গভীর রাতে পিরোজপুরে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে জামায়াত

ঢাকা মেইল ডেস্ক, ‎পিরোজপুর
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

গভীর রাতে পিরোজপুরে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে জামায়াত

তীব্র শীতের কষ্ট লাঘবে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী। সংগঠনের উদ্যোগে গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার (৯ জানুয়ারি) রাতে পিরোজপুর শহরের রাণীপুর, পিটিআই, সি-অফিস, হাসপাতাল রোড ও শহীদ মিনার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।


বিজ্ঞাপন


1000164091

‎শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের সেক্রেটারি আল-আমিন শেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খাঁন, যুবনেতা নয়ন, রেদওয়ানসহ জেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


এ সময় নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামী নিয়মিতভাবে মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর