ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞাপন
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন— নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে গাঁজাভর্তি এক পিকাআপ ভ্যান আটক করে টহলরত দুই পুলিশ সদস্য আহসান জাহিদ ও আবু কাউসার। পরে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে গাঁজাভর্তি পিকআপ ভ্যানটি ছেড়ে দেয় তারা। পরে ঘটনা জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় এসআই জাহিদ ও কনস্টেবল কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

