গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আকাশ নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পোড়াবাড়ী র্যাব-১ এর কোম্পানি কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড কামার পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ভাঙারি দোকান থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে এই অস্ত্রগুলো ভারতীয় বর্ডার ক্রস করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়ায় দিত। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
পোড়াবাড়ী র্যাব-১ এর কোম্পানি কমান্ডার নাফিজ বিন জামাল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশে নামে একটি অস্ত্র ও হত্যা মামলা আছে বলে জানা গেছে। আকাশ মূলত এখানে ভাঙারির ব্যবসা করে। ব্যবসার আড়ালে এই অস্ত্রগুলো সন্ত্রাসীদের ভাড়া দিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপন নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

