রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে জবুথবু হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। টানা ছয় দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মধ্যে আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।


বিজ্ঞাপন


হিমেল বাতাসের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকালে সূর্যের দেখা মিললেও পর্যাপ্ত উত্তাপ না থাকায় শীতের প্রকোপ কমেনি। এই তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ।

তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে যারা ঘর থেকে বের হয়েছেন, তারা পড়েছেন চরম দুর্ভোগে। ভোর থেকেই শহরের বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড ও চায়ের দোকান এলাকায় নিম্ন আয়ের মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতের কারণে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার ভ্যানচালক জামাল উদ্দিন বলেন, ‘এত শীতে ভ্যান চালানো খুব কষ্টের। সকালে হাত-পা শক্ত হয়ে যায়, যাত্রীও কম। তবুও সংসার চালাতে বের হতেই হয়।’

দিনমজুর আসলাম উদ্দিন বলেন, ‘কাজ না করলে ঘরে চুলা জ্বলে না। এই শীতে কাজ পাওয়া কঠিন, শরীরও চলে না। খুব কষ্টে দিন কাটাচ্ছি।’


বিজ্ঞাপন


f

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর