শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুলিশি নির্যাতনে মৃত্যু, অভিযুক্ত এসআই দেবাশীষকে বদলি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img
দেবাশীষ সূত্রধর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে একজনের মৃ্ত্যুর অভিযোগ উঠার দুই দিন পর থানার উপপরিদর্শক দেবাশীষ সূত্রধরকে জেলার দিরাই উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, দেবাশীষকে দিরাই থানায় পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগে নয়, এটি স্বাভাবিক বদলি। আর নির্যাতনে একজনের মৃ্ত্যুর অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তাই এটি শাস্তিমূলক বদলি এমন কিছু নয়।


বিজ্ঞাপন


জানা গেছে, গরু চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজির মিয়াসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য তিন জন হলেন— একই এলাকার শহীদ ইসলাম, আক্তার মিয়া ও শামীম মিয়া। তাদের মধ্যে উজির, শহীদ ও আক্তার ১০ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান। জামিনে মুক্তির ১১ দিনের মাথায় মৃত্যু হয় উজির মিয়ার।

মৃত্যুর পর স্বজনরা অভিযোগ তুলেন থানায় নির্যাতনের কারণে মারা গেছেন তিনি। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করে, জামিনের ১১ দিন পর কারও মৃত্যু হলে তাদের ওপর কোনো অভিযোগ আসতে পারে না। উজির মিয়ার মৃত্যুর পর ঘটেছে আরও নানা ঘটনা। মরদেহ নিয়ে পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। সে সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানকে বহনকারী একটি গাড়ি উজির মিয়ার লাশ চাপা দিয়ে যায়। এই ঘটনায় এলাকায় এখনও ব্যাপক ক্ষোভ রয়েছে।

এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, এসআই দেবাশীষ সূত্রধরের সঙ্গে উজিরের পূর্ব বিরোধ ছিল। এর জেরে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। শুরুতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশ ঘটনাটি তদন্ত করতে একটি কমিটি করে। জেলা প্রশাসনও আরেকটি কমিটি গঠন করে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর