নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নদীভাঙন কবলিত এলাকায় রাস্তার ইট-বালু বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এনসিপির অভিযোগ, পরিকল্পিত হামলায় তাদের প্রায় ৭/৮ জন নেতাকর্মী আহত হন এবং কয়েকটি মোটরসাইকেল লুট হয়। তবে বিএনপি দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ওপরই হামলা চালানো হয়েছে।
বিএনপির অভিযোগ, চানন্দী ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নূর আলম রিপনের (বর্তমানে এনসিপি নেতা) নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সারোয়ার (৫২) ও শারীরিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম সারু (৫৫) গুরুতর আহত হন। আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
অন্যদিকে, বিএনপির প্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম বলেন, বিএনপির সম্মানহানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

