রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

শরীয়তপুরে ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও সাঈদ আহমেদ আসলামের হাত ধরে যুবশক্তি ও জেলা যুব সংহতিসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং জেলা যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম।

পরে এক বক্তব্যে মজিবর রহমান খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে তিন শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলাম।


বিজ্ঞাপন


জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব বলেন, নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এনসিপি রাজনীতিতে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এজন্য জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রায় শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর