নেত্রকোনার মোহনগঞ্জে একটি স্কুলের ভেতরে মাদকসেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে মোহনগঞ্জ পৌরশহরের একটি স্কুলের ভেতরে মাদক সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার করণশ্রী গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. লতিফুর রহমান (৩০), একই গ্রামের সবুজ মিয়ার ছেলে সজিব মিয়া (২৮), পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার আ. জলিলের ছেলে মো. তুষার আহম্মেদ (২৫) এবং মৃত আব্দুল কুদ্দুছের ছেলে হুমায়ুন কবির (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে রাতের বেলায় নৈশ্যপ্রহরী সানোয়ারের সহযোগিতায় ওই চারজন মাদক সেবন করছিল। বিষয়টি জানতে পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক চারজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে

