কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তের ওপারে বিএসএফ কর্তৃক নতুন করে সড়ক নির্মাণের কাজ আপাতত বন্ধ রেখেছে বিএসএফ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে এ কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার ১৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডারের নিকট জানান, রাতে সীমান্তে সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে বসতে চাই। কিন্তু বিজিবির তা প্রত্যাখ্যান করে। পরে বিএসএফ নিরুপায় হয়ে পতাকা বৈঠকের সময় জানতে চায়, এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল ১১টায় আন্তর্জাতিক পিলার নং ৯৩৪/১ এর নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের কোম্পানি পযার্য়ের কমান্ডার অংশগ্রহণ করেন। এ সময় ১৩ জানুয়ারি পর্যন্ত সড়কের কাজ করবে না বলে সময় নেয় বিএসএফ।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ৮ সদস্যের শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন, ৩ বিএসএফ ব্যাটালিয়ন ১০ সদস্যের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর সুনীল কুমার।
এ বিষয়ে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, খলিশাকোঠাল সীমান্তের ১৫০ গজের মধ্যে ভারতের অংশে নতুন করে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে তৃতীয় দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ সড়কের কাজ আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। এ বিষয় নিয়ে আগামী ১৩ জানুয়ারি ব্যাটালিয়ন পর্যায়ে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

