দিনাজপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৬টি ইলেকট্রনিক ডিভাইসসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
তবে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যে-সব কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক হয়েছেন, কেন্দ্রগুলো হলো— ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাইস্কুল থেকে দুজন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ থেকে দুজন, দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল থেকে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা থেকে চারজন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে একজন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে

