শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম

শেয়ার করুন:

ভালুকায় দিপু হত্যা: আরও ৬ জন গ্রেফতার, মোট আটক ১৮

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার সময় মোসা. রোকসানা খাতুন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 

শুক্রবার বিকেল ৩টা থেকে জেলাজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। আটককৃত রোকসানা খাতুন হচ্ছেন সদর উপজেলার কালীনগর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। 


বিজ্ঞাপন


জানা যায়, পরীক্ষা চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০৫ নং কক্ষে দায়িত্বরত পরিদর্শকরা এক নারী পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক তল্লাশি চালায়। এ সময় ওই পরীক্ষার্থীর কাছে উত্তর সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। এরপর দায়িত্বরত কেন্দ্র কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন রোকসানা খাতুন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করলে কেন্দ্রে দায়িত্বরত নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসা. সালেহা খাতুন, উত্তম কুমার বর্মন ও মাজেদুর রহমান ওরফে দিদার তাকে ডিভাইসসহ আটক করে কেন্দ্র নিয়ন্ত্রকের কাছে নিয়ে যান।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারকারী পরীক্ষার্থী মোসা. রোকসানা খাতুনকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর