শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন

ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন কমিশনের নির্ধারিত কক্ষে এ আপিল জমা দেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।


বিজ্ঞাপন


এর আগে, ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তার মনোনয়নপত্র বাতিলের গুঞ্জন ওঠে। কিন্তু রোববার মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ব্যাখ্যা দিয়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য : শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে দ্বৈত নাগরিক অথবা অন্য দেশের নাগরিকরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য হওয়ার বিধান রয়েছে। হলফনামায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের তারিখ হিসেবে তিনি ৯ ডিসেম্বর ২০২৫ ডিসেম্বর উল্লেখ করেন। কিন্তু তাঁর নাগরিকত্ব প্রত্যাহার হয়েছে মর্মে কোনো নথি উপস্থাপন করা হয়নি।

রোববার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলার সর্বত্র বিষয়টি নিয়ে নানান বিতর্ক ও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন অনেকেই।

জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, মার্কিন এ্যাম্বাসিতে ইমেইলে এ সংক্রান্ত কনভারসেশনের তথ্য ও দুটো ফর্মের মতামত জমা দিয়েছেন আবদুল আউয়াল মিন্টু। এ ব্যাপারে পিপির পরামর্শ নেওয়ার পর তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর