শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ গ্রেফতার ৫

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেফতার ব্যক্তিদের থেকে জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। 


বিজ্ঞাপন


প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর ফকিরহাট এলাকার মৃত রফিকুল মন্ডলের পুত্র সারোয়ার ইসলাম(৩০), পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার মৃত চান মিয়ার পুত্র আল আমিন মোহাম্মদ আহাদ(৩৪), পীরগঞ্জ উপজেলার আসমতপুর এলাকার মৃত খাজা নাজিম উদ্দিনের পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান(২৯), একই উপজেলার কাদিরাবাদ এলাকার এনামুল হকের পুত্র রাশেদুল ইসলাম রকি(২৮) ও পাবনা জেলার চাটমোহর ছাইকোলা দীঘল এলাকার মৃত বারেক আলীর মেয়ে 
জান্নাতুল ফেরদৌস বীথি(২৬)। 

এসময় ১৫টি ডিভাইস, ৫টি স্মার্ট ফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড,৭টি ব্লু-টুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ, ১টি, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত ফাঁকা চেক দুটি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

এর আগে ৮ জানুয়ারি রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদেরকে দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আজ রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের হেফাজত থেকে পরীক্ষা জালিয়াতির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের দেওয়ার জন্য তারা এগুলো সংগ্রহ করেছিল। গ্রেফতারকৃতদের অধিক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর