শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনায় সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে: বকুল

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

খুলনায় সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে: বকুল

বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে খুলনায় 'সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা' গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার (৯ জানুয়ারি) খানজাহান আলী থানাধীন খানাবাড়ি গার্লস হাই স্কুলে আয়োজিত একটি ফ্রি বিশেষায়িত মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বপ্রথম ‘পল্লী চিকিৎসক’ ব্যবস্থা চালু করেছিলেন। সেই আদর্শকে ধারণ করে আগামীতে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং দোরগোড়ায় বিশেষজ্ঞ পরামর্শ পৌঁছাতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে। ক্যাম্পটিকে একটি ‘মিনি হসপিটাল’ হিসেবে উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। যেখানে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু ও কার্ডিওলজি বিশেষজ্ঞের পরামর্শের পাশাপাশি ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি এবং ফিজিওথেরাপির মতো সেবা প্রদান করা হচ্ছে। পরিদর্শনকালে তিনি প্রতিটি বুথ ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ চৌধুরী শফিকুল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যোগীফল ইউনিয়ন বিএনপির সভাপতি সেক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন হিট্টু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ এবং কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া থানা শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


একই দিন বিকেল ৩টায় তেলিগাতী পূরবী স্কুল সংঘ আয়োজিত একটি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সেখানে তিনি স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ানুরাগীদের সাথে কুশল বিনিময় করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর