পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ১০ জন নেতাকর্মীর পূর্বে দেওয়া দলীয় অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে কলারদোয়ানিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য আ. হালিম মাস্টার, ৭ নং ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ তালুকদার, ৬ নং ওয়ার্ডের সদস্য মো. হাসনাত ডালিম, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ডের সভাপতি মো. রেজোয়ান, ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডের সদস্য মো. জাফর বাহাদুর, নাজিরপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন হাজরা, ৯ নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ খান এবং শাঁখারীকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সোহেল মল্লিককে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দলীয় ফোরামে আবেদন করলে দলের নীতিনির্ধারণী পর্যায়ে তা পর্যালোচনা করা হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

