শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শার্শায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল ‘আমরা নারী’

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

শার্শায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল ‘আমরা নারী’

যশোরের শার্শা উপজেলার নাভারণে ক্যানসার, প্যারালাইসিস ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই সেবা দেওয়া হয়।


বিজ্ঞাপন


সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক’ যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা সভার আয়োজন করে। এতে ঢাকার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ক্যানসার সার্জন ডা. মো. বনি আমিন, আকুপাংচার বিশেষজ্ঞ ডা. আহমেদ ফারুক এবং পেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ শিবলী নোমানী। আয়োজকদের মতে, শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা এখানে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম. এম. জাহিদুর রহমান বিপ্লব বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, তাদের সংগঠন দেশজুড়ে নারীর ক্ষমতায়ন ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর