শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে অসাধু উপায়ে নকল সরবরাহের অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে ডিজিটাল ডিভাইসসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে অন্যতম সদস্য মিনারুল ইসলাম। তিনি নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত। তবে আটক হওয়া বাকি পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনারুল ইসলামসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। তারা কেন্দ্রের পাশের একটি বাড়িতে অবস্থান নিয়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহের চেষ্টা করছিলেন। অভিযান এখনো চলমান রয়েছে এবং আটককৃতদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর