শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন, কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর