আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনা তিনবার মানুষকে ভোট দিতে না দিয়ে যে অপরাধ করেছেন, আজকে যারা আছেন, তারাও যদি সেই অপরাধ করেন— তাহলে শেখ হাসিনার চাইতে বাইরে তারা কেউ না। আমার কাছে মনে হয়েছে, এখনও ভোটের পরিবেশ তৈরি করা- সেটা হয়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমার কাছে এখনও মনে হয় না, সম্পূর্ণভাবে মানুষ ভোট দিতে যাবে এবং ভোট দিতে পারবে।
কৃষক শ্রমিক জনতা লীগ এই অন্তর্বর্তী সরকার অধীনে কেন নির্বাচনে যাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পরিবেশ এখনও ঠিক করা হয়নি বলেই গামছার দল কৃষক শ্রমিক জনতালীগ নির্বাচনে অংশ নেয়নি। তবে, নির্বাচন সুষ্ঠু হোক, পর্যাপ্ত ভোটার ভোট দিক। আমাদের শিক্ষা হোক এটা আমি চাই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

