শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম রিপনের ইন্তেকাল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

শেয়ার করুন:

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম রিপনের ইন্তেকাল
মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন।

এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। গত বুধবার রাতে কলাপাড়ার নিজ বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

আরও পড়ুন

কচুয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


বিজ্ঞাপন


তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতব গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপন টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ জেলার সব সাংবাদিকরা।

শুক্রবার জুমার নাম শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানার অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর