শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গায়ে বুলেট প্রুফ জ্যাকেট বিএনপি প্রার্থীর, বললেন ‘জীবনের হুমকি আছে’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

গায়ে বুলেট প্রুফ জ্যাকেট বিএনপি প্রার্থীর, বললেন ‘জীবনের হুমকি আছে’

জীবনের হুমকি থাকায় বুলেট প্রুফ জ্যাকেট পড়েন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জিলানী।

এক মত বিনিময় সভায় ‘জীবনের হুমকি আছে’ উল্লেখ করে গায়ের পাঞ্জাবি খুলে কর্মী-সমর্থকদের দেখালেন সেই বুলেট প্রুফ জ্যাকেট।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

জিলানী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই ভিডিওটি যে তারই সেটি নিশ্চিত করেছেন তিনি। বলেন, নিজের সেইফটির জন্যই পড়তে হচ্ছে, ঘরে বসে থাকতে তো পারি না।

তিনি আরও বলেন, নানান ধরনের হুমকি-ধামকি পাচ্ছি। প্রশাসন থেকেও বলে অ্যালার্ট থাকবেন। নানান ভাবে নানান দিক থেকে আসে যে, লাইফ রিস্ক আছে। যার কারণে নিজের সেইফটির জন্য..।

জিলানী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি পার্লামেন্ট ইলেকশন করছি এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেক্ষেত্রে এরকম হুমকি আসবে, জীবনের রিস্ক কেন? আমি তো রাজনীতি করি মানুষের জন্য।


বিজ্ঞাপন


নির্বাচনি সব মতবিনিময় সভায়ই তিনি এমন বুলেটপ্রুফ জ্যাকেট পরে যান বলে জানান।

কারা হুমকি দিচ্ছে এমন প্রশ্নে জিলানী প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, আমাকে প্রশাসনও বলছে যে আপনি অ্যালার্ট থাকবেন। আমাদের গোয়েন্দাদের কাছে।

জিলানী গোপালগঞ্জের যে আসন থেকে নির্বাচন করছেন সেই আসনটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্বাচনি আসন।

এর আগে, ২০০৮ এবং ২০১৮ সালে একই আসন থেকে শেখ হাসিনার বিপরীতে নির্বাচন করেছিলেন বলে জানান জিলানী।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর