কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পাকা সড়ক নির্মাণের চেষ্টা করলে তা আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। উভয় পক্ষের বৈঠকে ৬ জন করে সদস্য উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের পুরোনো সড়কের পূর্ব পাশে বিএসএফ গত তিন-চার দিন ধরে নতুন পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করেছিল। রাতের আঁধারে কাজ করার কারণে বিজিবি বাধা দিলেও কাজ বন্ধ হয়নি। বিষয়টি নজরে আসলে বিজিবি টহল জোরদার করে এবং বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক ডাকা হয়।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান বলেন, ‘বিএসএফ সদস্যরা পুরোনো সড়কের পাশে পাকা সড়কের কাজ করছিলেন। বিজিবি টহল এসে কাজ বন্ধ করতে চাপ দেয়। পরে আজ বৈঠক হয়েছে।’
বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবির টহল টিম সীমান্তে অবস্থান করছে। আমাদের উপস্থিতি দেখে বিএসএফ কিছু নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিয়েছে।’

