কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। বাসটি উল্টে গিয়ে বিপরীতমুখী লেনে পড়ে এবং ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে থাকা উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, দুর্ঘটনায় বাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। তারা দুজনই পুরুষ, তবে পরিচয় এখনো জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

