শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ১০ লাখ টাকার কোরাল

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ১০ লাখ টাকার কোরাল

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন চ্যানেলে ধরা পড়েছে ৬৮৭টি লাল কোরাল। এসব মাছ বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া (৪১)।


বিজ্ঞাপন


জানা গেছে, গত মঙ্গলবার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করে। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে ট্রলারে ছিলেন মোট ৯ জন মাঝিমাল্লা। ওইদিন সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশের গভীর সাগর এলাকায় ট্রলারটি নোঙর করে জেলেরা জাল ফেলেন।

cox_1

পরদিন বুধবার সকালে জালে ধরা পড়ে এসব লাল কোরাল মাছ। পরে বিকেলে ট্রলার ভর্তি মাছ নিয়ে জেলেরা শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফিরে আসেন।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, মোট ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে ১০টি মাছ রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। প্রতিটি মাছের ওজন আনুমানিক ১ থেকে ৩ কেজি। প্রতি মণ ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।


বিজ্ঞাপন


cox_3

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, আমি ১০ লাখ টাকায় মাছগুলো কিনেছি। এগুলো কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রি করা হবে।

স্থানীয় ট্রলার মালিক শহীদ উল্লাহ জানান, কয়েকদিন ধরে সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। বুধবার থেকে হঠাৎ করে ভালো মাছ ধরা পড়ছে, যা জেলেদের জন্য আশার খবর।

cox_4

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, কোরাল মাছ সাধারণত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছের ওজন ১ থেকে ৯ কেজি পর্যন্ত হতে পারে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এই প্রজাতির মাছ পাওয়া যায়।

বিপুল পরিমাণ লাল কোরাল মাছ ধরা পড়ায় জেলে পল্লিতে আনন্দের আবহ বিরাজ করছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর